পরিত্রাণ .
মিজানুর রহমান মিজান .
যা করতে এলাম জগতে .
তা ভুলে নকল লইতে .
হলাম পেরেশান।। .
আসল রেখে নকল দেখে বাড়ল আকর্ষন .
মরিচিকার পিছে ডুবে আছে প্রাণ মন .
জিজ্ঞাসিলে উত্তর দেবার নাই যে সমাদান।। .
হবে কি পাবো কি উদ্ধার শেষবেলা .
দিন রজনী কাটাই মন সাজাই সাজি রঙ্গিলা .
পিছন ফিরে দেখি ওরে অতল অবসান।। .
সকল ভুলে মন দিলে মুক্তি পাবার আশা .
সতর্ক হলে নৌকা চালালে আছে সঠিক দিশা .
শুদ্ধ চিত্তে ভেবে চিন্তে রয়েছে পাবার পরিত্রাণ।। .
লেখক মিজানুর রহমান মিজান, সম্পাদক দীপ্তি, বিশ্বনাথ, সিলেট। . .
ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান
আপনার মতামত লিখুন: